মানের নতুন ঠিকানা বায়ার্ন
ক্রীড়া ডেস্ক
|
![]() লিভারপুলের জার্সিতে ২৬৯ ম্যাচ খেলে ১২০ গোল করা মানে খুশি বায়ার্নে যোগ দিয়ে। ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘অবশেষে মিউনিখে এফসি বায়ার্নের সঙ্গে থাকতে পেরে আমি খুব খুশি। আমরা অনেক কথা বলেছি এবং শুরু থেকেই এই বড় ক্লাবটির প্রতি দারুণ আগ্রহ অনুভব করেছি। তাই আমার মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এই চ্যালেঞ্জের জন্য এটাই সঠিক সময়। আমি এই ক্লাবের সঙ্গে আন্তর্জাতিকভাবেও অনেক কিছু অর্জন করতে চাই। সালজবুর্গে থাকাকালীন আমি বায়ার্নের খেলার অনুসরণ করেছি- আমি এই ক্লাবটিকে খুব পছন্দ করি।’ |