জয়ের হাসিতে সেরেনার ফেরা
ক্রীড়া ডেস্ক
|
![]() সেরেনাকে এর আগে সবশেষ দেখা গিয়েছিল ২০২১ উইম্বলডনে। সেবার মার্কিন কৃষ্ণকলির অশ্রুসিক্ত বিদায় দেখেছিল বিশ্ব। একই টুর্নামেন্ট দিয়ে মার্গারেট কোর্টকে স্পর্শের মিশন নতুন করে শুরু করবেন তিনি। এরই প্রস্তুতি হিসেবে উইম্বলডন ওয়ার্ম-আপ ইভেন্টে ওন্স জাবেউরের সঙ্গে বেঁধেছেন জুটি। মঙ্গলবার রাতে সাসেক্স সমুদ্রতীরে ডাবলসে এই যুগল ২-৬, ৬-৩, ১৩-১১ গেমে পরাস্ত করেছে সারা সোবিরেস তোরমো এবং মারি বুজকোভা জুটিকে। ২৭ জুন শুরু হবে উইম্বলডন। ওয়াইল্ডকার্ড নিয়ে টুর্নামেন্টে খেলবেন সেরেনা এবং এরই প্রস্তুতি শুরু করলেন ডাবলস জিতে। প্রত্যাবর্তন জয়ে রাঙানোর পর মার্কিন কৃষ্ণকলি বলেছেন, ‘হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আমি অনেক সময় নিয়েছি। কোর্টে ফেরা নিয়েও শঙ্কায় ছিলাম। এটা স্বীকার না করলে ভুল হবে। তবে এখন আমার শরীর দারুণ অনুভব করছে।’ সেরেনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আগামী বছরেও তাকে কোর্টে দেখা যাবে কিনা। জবাবে তিনি বলেছেন, ‘আমি জানি না, এর উত্তর দিতে পারব না। কিন্তু আমি টেনিস ভালোবাসি এবং আমি খেলতে ভালোবাসি, না হলে আমি এখানে থাকতাম না, তাই না?’ আরএস/ |