নির্জন কারাগারে অং সান সু চি
সময়ের আলো অনলাইন
|
![]() বৃহস্পতিবার (২৩ জুন) জান্তার মুখপাত্র জাও মিন তুন এ তথ্য নিশ্চিত করেছেন। জাও মিন তুন এক বিবৃতিতে জানিয়েছেন, ফৌজদারি আইন অনুয়য়ী সু চিকে বুধবার (২২ জুন) থেকে নির্জন কারাগারে রাখা হয়েছে। ২০২১ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সু চি। এর পর থেকে নেপিদোর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি ছিলেন তিনি। তখন তার সঙ্গে বেশ কয়েকজন গৃহকর্মী এবং তার পোষা কুকুর ছিল। জান্তা আদালতে যখন সু চির বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়, তখন তিনি ওই বাসা ছাড়েন। সু চির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ, সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, কোভিড -১৯ নিয়ম ভঙ্গ এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গ অভিযোগে মামলা দায়ের করা হয়। এ সব মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সু চির আইনজীবীদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। তার বিচার চলাকালীন সময়ে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতি নেই। মিয়ানমারের জান্তা সরকার সু চির বিরুদ্ধে অন্তত ১৮টি অভিযোগ এনেছে। দায়ের করা মামলার অভিযোগ প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। আরএস/ |