সিরাজগঞ্জে কমছে যমুনা নদীর পানি
সিরাজগঞ্জ প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ৩টার দিকে পানি বৃদ্ধির তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের পানি পরিমাপক হাসানুর রহমান ও মেঘাই ঘাট পয়েন্টের পানি পরিমাপক ওমর আলী। পানি কমতে থাকলেও দুর্ভোগ কমেনি বন্যা কবলিত মানুষের। টানা দুই সপ্তাহ ধরে যমুনার পানি বৃদ্ধির ফলে বন্যাপ্রবণ পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এতে বন্যাপ্রবণ পাঁচটি উপজেলার শতাধিক গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। বানভাসি অনেক মানুষ পরিবার নিয়ে আশ্রয় নিচ্ছে নিরাপদ ও উঁচু স্থানে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে নদী তীরবর্তী ও চরের বিস্তীর্ণ ফসলি জমি। অপরদিকে যমুনায় পানি বৃদ্ধির ফলে জেলার কাজিপুর, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরের নদী তীরবর্তী এলাকায় অব্যাহত রয়েছে তীব্র নদী ভাঙন। এসব এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আকতারুজ্জামান জানান, বন্যাপ্রবণ পাঁচটি উপজেলার বন্যা কবলিত পরিবারের মধ্যে ইতোমধ্যে ১৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চৌহালী উপজেলার জন্য ৩ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। এছাড়া শিশু খাদ্যসহ অন্যান্য শুকনো খাবার মজুত আছে। খুব দ্রুতই সব জায়গায় ত্রাণ বিতরণ করা হবে। /আরএ
|