ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার উন্নতি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৪:৫৪ পিএম  (ভিজিট : ২২১)
এবারের আন্তর্জাতিক সূচিতে দলগুলোর পারফরম্যান্সের উপর ভিত্তি করে বৃহস্পতিবার (২৩ জুন) নতুন র‌্যাংকিং তালিকা প্রকাশ করে ফিফা। দারুণ পারফরম্যান্সে থাকা ব্রাজিল নিজেদের শীর্ষস্থান করেছে আরও মজবুত। আগের দ্বিতীয়স্থানেই রয়েছে বেলজিয়াম। ‘ফাইনালিসিমা’ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের সুবাদে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে ৩২ দল চূড়ান্ত হওয়ার পর র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে ২৮০টি ম্যাচের সমীকরণ শেষে এই ফলাফল দেওয়া হলো।

মেসির আর্জেন্টিনার উন্নতিতে একধাপ নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। স্পেন একধাপ উন্নতি করে ছয়ে উঠেছে। তবে ছয় থেকে সাতে নেমে গেছে বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালি। নেদারল্যান্ডস ১০ থেকে দুইধাপ এগিয়ে আটে উঠেছে। পর্তুগালের একধাপ অবনতি হয়ে নয়ে নেমেছে। আর ১১ থেকে শীর্ষ দশে এসেছে ডেনমার্ক।

র‌্যাংকিংয়ে প্রকাশিত শীর্ষ ১০ দল: ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

এফএইচ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close