নেইমার প্রসঙ্গে নীরব খেলাইফি
ক্রীড়া ডেস্ক
|
![]() দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছে, গ্রীষ্মকালীন উইন্ডোতে নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি। তাই খেলাইফির কাছে জানতে চাওয়া হয়েছিল নেইমার তাদের নতুন প্রকল্পের অংশ কিনা। জবাবে কাতারি ব্যবসায়ী বলেছেন, ‘আমরা এই বিষয়গুলো নিয়ে মিডিয়ায় কথা বলতে পারি না, কেউ আসবে আবার কেউ যাবে, কিন্তু এগুলো ব্যক্তিগত বিষয়।’ অপরদিকে, ডাগআউটে জিদানকে ভেড়ানোর চেষ্টা ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন খেলাইফি, ‘একজন খেলোয়াড় ও কোচ হিসেবে তাকে আমি অনেক পছন্দ করি। কিন্তু আমরা তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনও কথা বলিনি। আমি তাকে অনেক সম্মান করি এবং তার অনেক প্রশংসা করি। সংবাদমাধ্যমে অনেক কিছুই বেরিয়েছে কিন্তু আমরা তার সঙ্গে কথা বলিনি।’ এমবাপেকে নিয়ে পিএসজি মালিকের বক্তব্য, ‘এমবাপে অর্থের জন্য চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নেয়নি। মাদ্রিদের প্রস্তাব আমাদের চেয়ে ভালো ছিল। সে আমাদের খেলোয়াড় এবং সে পিএসজি বেছে নিয়েছে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত তার বা তার পরিবারের সঙ্গে অর্থের বিষয়ে কথা বলিনি।’ |