ঢাবির চারুকলা ইউনিটের ফল প্রকাশ
ঢাবি প্রতিনিধি
|
![]() বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা স্নাতকপূর্ব ভর্তির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) আবেদনকৃত নিজ প্রোফাইলে গিয়ে ফলাফল দেখা যাবে। পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মেধাক্রমের শুরুর ১৫ শত জনকে অঙ্কন পরীক্ষার জন্য বাছাই করা হবে। এদের মধ্যে ১৩০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। দ্বিতীয় ধাপের অঙ্কন পরীক্ষা আগামী ২ জুলাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে গত ১৭ জুন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাধারণ জ্ঞান অংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে সাত হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মোট ১০০ নম্বরের। দুটি অংশে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি হলো— সাধারণ জ্ঞান (বহু নির্বাচনী)। এ অংশে রয়েছে ৪০ নম্বর। অন্যটি হলো— অঙ্কন (ফিগার ড্রইং)। এতে রয়েছে ৬০ নম্বর। প্রসঙ্গত, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন, ভাস্কর্য, গ্র্যাফিক ডিজাইন, কারুশিল্প, প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা, শিল্পকলার ইতিহাস এবং মৃৎশিল্প বিভাগ রয়েছে। /আরএ
|