মাদক মামলার চার্জশিটে রিয়া ও তার ভাইয়ের নাম
আনন্দ সময় ডেস্ক
|
![]() বুধবার (২২ জুন) রিয়া এবং শৌভিকসহ অভিযুক্ত সবাই আদালতে হাজির ছিলেন। রিয়া এবং শৈভিকের বিরুদ্ধে মাদক সেবন এবং সুশান্তের জন্য মাদক কেনার অভিযোগ রয়েছে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্ত শুরু করতেই নানা ঘটনা সামনে আসে। অভিযোগ উঠে, সুশান্ত মাদক নিতেন। মাদক যোগের কথা স্বীকার করেন তার বান্ধবী রিয়াও। ২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রিয়া ও তার ভাইকে। গ্রেপ্তারের প্রায় এক মাস পর তাকে জামিন দেয় মুম্বাই হাইকোর্ট। আরএস/ |