১৪ বছর কনডেম সেলে থাকা ২ ফাঁসির আসামি খালাস
নিজস্ব প্রতিবেদক
|
![]() খালাস পাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন— ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। আর মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তরিকুল ইসলামকে। আপিল বিভাগ এই তিন আসামিকেই দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দিয়েছেন। আসামিদের পক্ষে আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন। ২০০৬ সালের ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হোন মিলিয়ারা খাতুন ও তার মেয়ে পারভীন। ওই ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেয় রাজশাহীর বিচারিক আদালত। পরবর্তী সময়ে হাইকোর্ট সেই রায় বহাল রাখেন। হাইকোর্টের রায় বাতিল চেয়ে পরবর্তীতে সর্বোচ্চ আদালতে আপিল করেন তিন আসামি। বৃহস্পতিবার তাদের মধ্যে দুজনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের রায় দিলেন আপিল বিভাগ। তবে এরই মধ্যে ১৪ বছর কারাগারের কনডেম সেলে কেটেছে এই তিন আসামির। এফএইচ |