পাসপোর্ট পরিচালক মামুনের বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক
|
![]() মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামুন তার মোট সম্পদের তালিকায় ৫ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ২৫৩ টাকা দেখিয়েছেন। এছাড়া পারিবারিক ব্যয় দেখিয়েছেন ৫৪ লাখ ৭২ হাজার ৮৯৫ টাকা। সব মিলিয়ে তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৯২ লাখ ১৪ হাজার ১৪৮ টাকা। অভিযুক্ত মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকায়। তার বাবার নাম মৃত বাদে-উজ-জামান। বর্তমানে ২২৩ নিউ এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট নং ৫/বি- তে বসবাস করছেন। দুদক জানায়, সম্পদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মামুনের মোট অর্জিত ৫ কোটি ৯২ লাখ ১৪ হাজার ১৪৮ টাকার সম্পদের বিপরীতে তার অর্জিত আয় পাওয়া গেছে ২ কোটি ৩০ লাখ ৫৯ হাজার ১৯ টাকা। সেক্ষেত্রে জ্ঞাত বহির্ভূত সম্পদের পরিমাণ হলো ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ১২৯ টাকা। মামুন অর্জিত অবৈধ সম্পদের মধ্যে ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদক প্রমাণ পেয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ৪ (৩) ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনসহ ৩ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ১২৯ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। /এমএইচ/ |