সিটি গোল্ডের গহনার যত্ন
জীবন যখন যেমন ডেস্ক
|
![]() যেভাবে যত্ন নেবেন ভেলভেটের জুয়েলারি বক্সে গহনা সংরক্ষণ করুন। গহনায় কখনও কেমিক্যালযুক্ত কিছু লাগাবেন না। পাতলা সুতি কাপড় ও কুসুম গরম পানি দিয়ে গহনা সাবধানে পরিষ্কার করুন। গোল্ড প্লেটেড গহনা সারাদিন না পরাই উত্তম। ঘাম ও পানি থেকে এ ধরনের গহনা সংরক্ষণ করুন। প্রয়োজনে গহনার বাক্সে সিলিকা জেল রাখুন। এই গহনা ব্যবহার শেষে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা ভালো। গোল্ড প্লেটেড গহনা ব্যবহারের সুবিধা হচ্ছে কালো হয়ে গেলে আবার রঙ করিয়ে নেওয়া যায়। রঙ করার পর গহনা নতুনের মতো দেখাবে। সঠিক পরিচর্যা করলে শখের গয়না উজ্জ্বল, সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী হয়। গয়না যখন পরিষ্কার করবেন তখন নরম কাপড় বা নতুন টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন। পুরনো বাতিল করা টুথব্রাশ ব্যবহার করবেন না। কখনও কেমিক্যালযুক্ত কিছু লাগাবেন না সিটি গোল্ড গহনায়। আরএস/ |