কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হল বন্ধ
কুষ্টিয়া প্রতিনিধি
|
![]() মঙ্গলবার (২১ জুন) বিকেলে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ছাড়তে বলা হয়। পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ও প্রশাসনিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। জানা যায়, মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের লালন শাহ ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে মীর মশাররফ হোসেন ছাত্রাবাসের শিক্ষার্থীদের এ সংঘর্ষের ঘটনা ঘটে। হামলায় লালন শাহ ছাত্রাবাসের ছাত্রদের মারপিট ও ব্যাপক ভাঙচুর করা হয়। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সদ্য সাবেক ছাত্রলীগ সভাপতি আনাস পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। /আরএ
|