ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে বিচারপতি শওকত হোসেনের মেয়াদ বাড়ল
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬:৪৬ পিএম  (ভিজিট : ২০৭)
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেনের মেয়াদ ফের দুই বছর বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০’-এর ধারা-৫ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক ত্যাগের শর্তে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. শওকত হোসেন এ পদে পুনরায় নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ ২ বছরের জন্য প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।


আরও সংবাদ   বিষয়:  মো. শওকত হোসেন   বাংলাদেশ সুপ্রিম কোর্ট  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close