ই-পেপার সোমবার ১৮ নভেম্বর ২০২৪
সোমবার ১৮ নভেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৮ নভেম্বর ২০২৪

পদত্যাগ করলেন রায়ান গিগস
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ২:২২ পিএম  (ভিজিট : ১৯৬)
ওয়েলস জাতীয় দলের কোচের পদ ছাড়লেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রায়ান গিগস। সাবেক বান্ধবী ও তার বোনকে নির্যাতনের অভিযোগে গিগসের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামী ৮ আগস্ট ম্যানচেস্টার ক্রাউন কোর্টে শুরু হবে বিচার।কাঠগড়ায় দাঁড়ানোর আগে গ্যারেথ বেলদের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন গিগস। 

২০২০ সালের নভেম্বরে নারী নির্যাতনের অভিযোগ ওঠার পর থেকে গিগস ছুটিতে ছিলেন। তার অবর্তমানে রবার্ট পেজের অধীনে ১৯৫৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস। কয়েক মাস ধরেই গিগসের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার স্পষ্ট করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার।

গিগস বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমি ওয়েলস জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। আমার দেশকে প্রতিনিধিত্ব করা ছিল বড় সম্মানের। কিন্তু এটা নিশ্চিত করা উচিত যে, ওয়েলস এফএ, কোচিং স্টাফ ও খেলোয়াড়রা টুর্নামেন্টের জন্য স্পষ্টতা, নিশ্চয়তার সঙ্গে ও  প্রধান কোচকে নিয়ে গুঞ্জন ছাড়াই প্রস্তুতি নিচ্ছে। আমি অনেক ভাগ্যবান যে, তিন বছর দলের দায়িত্বে থাকাকালে স্মরণীয় অনেক মুহূর্ত উপভোগ করেছি। ’

/এমএইচ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close