শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
|
![]() তিনি বলেন, মন্ত্রী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় সকালে করোনা পরীক্ষা করানোর জন্য সেম্পল প্রদান করেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশন এ আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। যা ১৪ সপ্তাহের সর্বোচ্চ। যদিও কারও মৃত্যু হয়নি। আর আগে আক্রান্ত হয়েছিলেন ২৩২ জন। অর্থাৎ এই সংখ্যা আগের দিনের চেয়ে ১৩৫ জন বেশি। এ ছাড়া গত এক মাসে যেখানে সংক্রমণের হার ছিল এক শতাংশের নিচে, তা এখন প্রায় ৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন। /জেডও
|