করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ৩৪ জন
নিজস্ব প্রতিবেদক
|
![]() মঙ্গলবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন সোমবার করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন রোববার কারো মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ২৭ জনই ঢাকা জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৬৭ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ এক হাজার ৩৮৫ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৬ শতাংশ রোগী শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা জেলা ও মহানগরের রয়েছেন ২৭ জন। এছাড়া কক্সবাজারের ৪ জন, টাঙ্গাইলের ২ জন এবং ফরিদপুরের ১ জন আক্রান্ত হয়েছেন। /এসকে
|