জামায়াতসহ সবার সঙ্গে সংলাপ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
|
![]() গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার সিদ্ধান্ত হয়েছে দলের স্থায়ী কমিটির সভায়। তবে আজ কোন দলের সঙ্গে প্রথম সংলাপ শুরু হবে তা জানাননি মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব। তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে চূড়ান্ত যে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা, সেই রূপরেখা তৈরি করা হবে। আলোচনা কি ২০ দলীয় জোটের দলগুলোর সঙ্গে হবে নাকি অন্যান্য দলের সঙ্গেও হবে- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সবার সঙ্গেই হবে, অল দ্য পলিটিক্যাল পার্টিস-এর সঙ্গে। জামায়াতে ইসলামীর সঙ্গে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কথা তো বলতে হবে। অবশ্যই, তাদের সঙ্গে কথা না বললে কেমন করে হবে। সবার সঙ্গেই তো কথা বলতে হবে। /এসকে
|