গলায় মাছের কাঁটা আটকে গেলে
জীবন যখন যেমন ডেস্ক
|
![]() গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই। পাকা কলা সামান্য চিবিয়ে বা চটকে নিয়ে গিলে ফেললেও একই কাজ হবে। বেশি চিবোবেন না। এক টুকরো পাতিলেবু নিন, তার মধ্যে ভালো করে লবণ মাখিয়ে রসটা চুষে চুষে খেয়ে ফেলুন। লেবুর অ্যাসিডিটি আর লবণের খরভাব কাঁটাকে গলিয়ে দেবে। এক চামচ ভিনেগার এক কাপ পানির সঙ্গে মিশিয়ে কুলি করলে বা পান করতে থাকলে তা কাটাকে দুর্বল করে ফেলে। অথবা সরাসরি এক চামচ ভিনেগার গিলে ফেললে তা অনেক সময় কাটাকে গলিয়ে দুর্বল করে ফেলে। জোরে জোরে ক্রমাগত দু চারটা কাশি দিলে অনেক সময় গলার পেছনের দেয়ালে আটকে থাকা মাছের কাটা, কাশির ঝাপটায় ছুটে গিয়ে সামনে চলে আসে এবং বেরিয়ে যায়। গলায় কাঁটা বিঁধলে খানিকটা ভাত বা পাউরুটি হাতের মুঠে চেপে চেপে টেনিস বলের মতো বানিয়ে একবারে গিলে ফেলুন। ভাত বা পাউরুটির ধাক্কায় গলায় বিঁধে থাকা কাঁটা সহজেই নেমে যাবে। আরএস/ |