বয়সভিত্তিক এএফসি কাপ টুর্নামেন্টের ড্র
ক্রীড়া প্রতিবেদক
|
![]() মঙ্গলবার (২৪ মে) মালয়েশিয়ার কুয়ালামপুরে সময় নির্ধারণ না হলেও ম্যাচের দিনক্ষণ নির্ধারণ করেছে এএফসি। আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দুটি টুর্নামেন্টে খেলবে ছেলেদের বয়স ভিত্তিক দুটি দল। অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন, সিঙ্গাপুর ও ভুটান। আগামী ৫ অক্টোবর সিঙ্গাপুর, ৭ অক্টোবর ভুটান ও ৯ অক্টোবর বিপক্ষে নিজেদের মাটিতে লড়বেন বাংলাদেশের ১৮ না পেরোনো নারী ফুটবলাররা। এদিকে অনূর্ধ্ব- ২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ কাতার, বাহরাইন, নেপাল ও ভুটান। বাহরাইনে অনুষ্ঠিত আসরে ম্যাচের সময় নির্ধারণ না হলেও আট দিনে তিনটি ম্যাচ খেলবে লাল-সুবজের প্রতিনিধিরা। ১০ সেপ্টেম্বর বাহরাইন, ১২ সেপ্টেম্বর ভুটান, ১৬ সেপ্টেম্বর কাতার ও ১৮অক্টোবর স্বাগতিক বাহরাইনের সঙ্গে লড়বে লাল সবুজের মেয়েরা। /আরএ |