ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সারাবিশ্বের একই দিনে বাংলাদেশে টমক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৪:০৬ পিএম আপডেট: ২৪.০৫.২০২২ ৪:১৪ পিএম  (ভিজিট : ২৭৯)
এবারের ৭৫ তম কান চলচিত্র উৎসবে  হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘টপ গান:মেভেরিক’ সিক্যুয়েলের প্রিমিয়ার প্রদর্শিত হয়েছে। এ উপলক্ষে ৩০ বছর পর টম ক্রুজকে বিশেষ সম্মাননা দিয়েছে কান কর্তৃপক্ষ। জোসেফ কোসিংস্কি পরিচালিত টমের টপ গান: মেভেরিক সিক্যুয়েল মুক্তি পাবে ২৭ মে।

সিনেমাটি সারাবিশ্বের পাশাপাশি একই দিনে মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। ছবিতে একজন মার্কিন নৌকর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টমকে। প্রিমিয়ার দেখতে ফ্রান্সের কান উৎসবে যোগ দেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। এর আগে টপ গানের প্রথম মুভিটি মুক্তি পায় ১৯৮৬ সালে। ওই সিনেমাই বিশ্বব্যাপী টমের তারকাখ্যাতি আকাশচুম্বি করে। এরপর মিশন ইম্পসিবলের ইথান চরিত্রসহ অন্যান্য মুভিতে নানা দুঃসাহসিক চরিত্র তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close