সারাবিশ্বের একই দিনে বাংলাদেশে টমক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
আনন্দ সময় ডেস্ক
|
![]() সিনেমাটি সারাবিশ্বের পাশাপাশি একই দিনে মুক্তি পাবে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। ছবিতে একজন মার্কিন নৌকর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টমকে। প্রিমিয়ার দেখতে ফ্রান্সের কান উৎসবে যোগ দেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। এর আগে টপ গানের প্রথম মুভিটি মুক্তি পায় ১৯৮৬ সালে। ওই সিনেমাই বিশ্বব্যাপী টমের তারকাখ্যাতি আকাশচুম্বি করে। এরপর মিশন ইম্পসিবলের ইথান চরিত্রসহ অন্যান্য মুভিতে নানা দুঃসাহসিক চরিত্র তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। |