৩১ মে নয়, হজ ফ্লাইট শুরু ৫ জুন
নিজস্ব প্রতিবেদক
|
![]() এ বিষয়ে হজ এজেন্সিজ অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, আমরা আগে থেকেই দাবি জানিয়ে আসছি হজ ফ্লাইট পেছানোর জন্য। এখন ধর্ম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ৩১ মের পরিবর্তে হজ ফ্লাইট শুরু হবে ৫ জুন। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা মহামারিতে সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন। এফএইচ
|