শ্রীলঙ্কায় ওষুধ সঙ্কট কারও কারও জন্য মৃত্যুদণ্ডের শামিল
সময়ের আলো ডেস্ক
|
![]() শ্রীলঙ্কা নিজেদের চিকিৎসাজনিত সরবরাহের ৮০ শতাংশেরও বেশি আমদানি করে। তবে অর্থনৈতিক সঙ্কটের কারণে বিদেশি মুদ্রা ফুরিয়ে যাওয়ায় দ্বীপদেশটি ওষুধ আমদানি করতে পারছে না। এতে প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যাচ্ছে আর স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাণিজ্যিক রাজধানী কলম্বোর ৯৫০ শয্যার অপেকসা ক্যানসার হাসপাতালে রোগী, তাদের স্বজন ও চিকিৎসকরা ওধুষ সঙ্কটের কারণে অসহায় বোধ করছেন আর সময়ের সঙ্গে সঙ্গে তাদের অসহায়ত্ব বাড়ছে। ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর অভাবে রোগ শনাক্তে পরীক্ষা বন্ধ রাখার পাশাপাশি জটিল অস্ত্রোপচারও স্থগিত রাখতে বাধ্য হচ্ছে হাসপাতালটি। |