‘যুদ্ধ স্বামীকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না’
সময়ের আলো ডেস্ক
|
![]() ওদিকে আগ্রাসনের মুখেও অবিচল নেতৃত্ব এবং শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেখিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে বিশ্ব চমকে গেলেও স্বামীর এ রূপ দেখে বিস্মিত নন বলে জানিয়েছেন ওলেনা। রোববার এক টেলিভিশনে জেলেনস্কি ও ওলেনার আগে থেকে রেকর্ড করা একটি বিরল সাক্ষাৎকার প্রচার করার খবর জানায় ডেইলি মেইল। সেখানে ওলেনা বলেন, ‘কেউ আমার স্বামীকে আমার থেকে আলাদা করতে পারবে না, এমনকি যুদ্ধও না।’ |