শঙ্কামুক্ত কুশল
ক্রীড়া প্রতিবেদক
|
![]() দিনের প্রথম সেশনের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন কাসুন রাজিথা। লঙ্কান পেসারের প্রথম বলে ব্যাট চালানোর কোনো চেষ্টাই করেননি লিটন দাস। বলটি গ্লাভসবন্দি করেই দ্বিতীয় স্লিপে থাকা কুশলকে দেন কিপার নিরোশান ডিকভেলা। তখনই অসুস্থতা অনুভব করেন লঙ্কান ব্যাটার। বুকের ব্যথা এতটাই তীব্র ছিল যে, তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মাঠে এসে কুশলকে প্রাথমিক চিকিৎসা দেন শ্রীলঙ্কার ফিজিও। নিয়ে আসা হয় স্ট্রেচারও। তবে পায়ে হেঁটেই মাঠ ছাড়েন কুশল এবং ঝুঁকি এড়াতে তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তার ইসিজি করা হয়েছে এবং রিপোর্টে কোনো বড় সমস্যা ছিল না। কয়েক ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে (টিম) হোটেলে ফিরবেন তিনি।’ |