গবিতে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
গবি প্রতিনিধি
|
![]() পরীক্ষা নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা যায়, এবার মোট ১৬ টি বিভাগের দুই সহস্রাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। একইসঙ্গে বিগত সময়ে স্নাতক সম্পন্নকারী ব্যাচগুলোর মধ্যে যারা অকৃতকার্য ছিল, তাদের সাপ্লিমেন্টারী পরীক্ষাও শুরু হয়েছে। জানা যায়, প্রথম শিফটে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট এবং পরের শিফটে দুপুর ১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রথম দিনের পরীক্ষায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা হল পরিদর্শন করেন। আগামী ৪ জুন পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলবে। গত ১৫ জুন চলতি সেমিস্টারের ক্লাস শুরু হয়। /আরএ
|