মুসলমানরা মূলত হিন্দু, মাদ্রাসা তুলে দেওয়া উচিত: আসামের মুখ্যমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
|
![]() হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘মাদ্রাসা শব্দটিই উঠিয়ে দেওয়া উচিত। কোরআন বাড়িতে পড়ানো হোক। স্কুলে ছাত্রকে বিজ্ঞান ও অঙ্ক শেখানো হোক। আমরা ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত নিই যে, সরকারের টাকায় একটি নির্দিষ্ট ধর্মের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না।’ পবিত্র কোরআন মুখস্থ করার কারণে ছাত্রের মনে রাখার ক্ষমতা বাড়ে; এমন একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্বশর্মা বলেন, ‘মাদ্রাসায় যে ছাত্র যাচ্ছে, সে অনেক সময় ভালো ছাত্রে পরিণত হচ্ছে। এর কারণ আদতে সে হিন্দু সংস্কৃতির সঙ্গে যুক্ত। এমন একটা সময় ছিল, যখন সব মুসলমানই হিন্দু ছিল।’ মুসলমানদের এখনই ধর্ম পরিবর্তন করে হিন্দুত্বে আনা সম্ভব নয়; বলেন বিশ্বাশর্মা। তিনি বলেন, ‘একজন মানুষকে যে মন্দিরে যেতে হবে বা মূর্তিপূজা করতে হবে, এমনটিও নয়। একজন মানুষকে ভারতের স্বার্থ মাথায় রাখলেই চলবে।’ আরএসএসের দুটি মুখপাত্র ‘পাঞ্চজন্য’ ও ‘অর্গানাইজার’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্বশর্মা। অনুষ্ঠানের পর ঘরোয়া আলোচনায় বিশ্বশর্মা তার বক্তব্যের পক্ষে যুক্তি দেন, ‘শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে যেকোনো ছাত্রছাত্রী ভবিষ্যতে তার নিজের বিষয় ও জীবন বেছে নিতে পারে।’ আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তা উপেক্ষা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। আসামে এখনও বাইরে থেকে অনেক মুসলমান প্রবেশ করছেন, এমন ইঙ্গিতও দেন বিশ্বশর্মা। /এমএইচ/
|