স্বপ্নের পদ্মা সেতুতে সারা দিন
সময়ের আলো অনলাইন
|
![]() প্রমত্ত পদ্মার বুকে কিভাবে তৈরি হলো পদ্মা সেতু? কতটাকা ব্যয় হলো এই সেতুতে? কবে চালু হবে পদ্মা সেতু? এসব প্রশ্ন ছাড়া পদ্মা সেতু সম্পের্কে নানা তথ্য নিয়ে সারাদিন পদ্মাসেতু থেকে লাইভ করবেন সময়ের আলোর সাংবাদিকরা। সময়ের আলোর নিজস্ব ওয়েবসাইট, ফেইসবুক এবং ইউটিউবে সম্প্রচার হবে এই লাইভ। দিনভর পদ্মাসেতু নিয়ে তথ্য ও উপাত্ত তুলে ধরবেন সময়ের আলোর ডেপুটি বিজনেস এডিটর এস এম আলমগীরের নেতৃত্বে স্টাফ রিপোর্টার আল ইমরান, মামুন সোহাগ ও ফটো সাংবাদিক আব্দুল হালিম। পদ্মাসেতু নিয়ে আপনাদের কোন জিজ্ঞাসা থাকলে সময়ের আলোর নিজস্ব ওয়েব সাইট, ফেইসবুক পেইজে যুক্ত থাকতে পারেন, জানাতে পারেন পদ্মাসেতু নিয়ে আপনাদের মতামত। |