নওগাঁয় গুঁড়িয়ে দেওয়া হলো দেড় শতাধিক অবৈধ কাঁচা-পাকা স্থাপনা
নওগাঁ প্রতিনিধি
|
![]() সোমবার (২৩ মে) সকাল থেকে দিনভর চলা এই উচ্ছেদ অভিযানে দেড় শতাধিক কাঁচা ও পাকা স্থাপনা ভেঙে সওজের জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসন নওগাঁ মো. নাহারুল ইসলাম ও নওগাঁ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক। সওজ নওগাঁ সূত্রে জানা গেছে, সাপাহার উপজেলা সদর বাজার এলাকায় আজ সকাল থেকে সাপাহার-নজিপুর সড়কের জিরোপয়েন্ট থেকে গোডাউনপাড়া এবং জিরোপয়েন্ট থেকে জয়পুর রাজ্যধর এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে উচ্ছেদ অভিযান চলে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাপাহার বাজার এলাকায় সওজের জায়গায় অবৈধভাবে নির্মাণ করা হয় দেড় শতাধিক কাঁচা ও পাকা স্থাপনা। একটার পর একটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সেসব স্থাপনা। ![]() সওজ নওগাঁ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দ্বায়িত্ব) আব্দুল হাকিম বলেন, আমরা অনেকবার দখলদারদের জায়গা ছাড়ার জন্য নোটিশ দিয়েছি। কিন্তু কেউ শোনেননি। পরে মাইকিং করা হয়েছে। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সওজের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান একটি রুটিন ওয়ার্ক। যেখানে মানুষের সমস্যা দেখা দেবে, সেখানে আমরা অভিযান চালাবো। জেলার অন্যান্য সড়কেও অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান চালানো হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (এএসপি) বিনয় কুমার, সাপাহার উপজেলা এলজিইডি প্রকৌশলী ইমরান হোসেন, সাপাহার থানার পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ প্রমুখ। /আরএ
|