মাথা মাসেহর উত্তম পদ্ধতি
ইসলামের আলো ডেস্ক
|
![]() নোমান, নেত্রকোনা জবাব : মাসেহ করার সঠিক পদ্ধতি হলো, উভয় হাতের আঙুলসমূহ এবং তালু মাথার অগ্রভাগে রেখে মাথার শেষ পর্যন্ত টেনে নেওয়া। এরপর উভয় হাত আবারও পেছন থেকে সামনের দিকে টেনে আনা। আবদুল্লাহ ইবনে যায়েদ (রা.) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) তার উভয় হাত মাথার অগ্রভাগ থেকে পেছন দিকে টেনে নিয়েছেন। এরপর উভয় হাত ওই স্থান পর্যন্ত টেনে নেন, যেখান থেকে মাসেহ শুরু করেছিলেন। (তিরমিজি : ৩২)। এভাবে মাসেহ করলে মাসেহ দুবার হয়ে যায়- এ কথা ঠিক নয়। কারণ, শরিয়তের দৃষ্টিতে এই উভয় কাজের পরই একবার মাসেহ সম্পন্ন হয়। আর মাসেহর শুরুতে হাতের কিছু অংশ আলাদা করে রাখতে হবে এ কথাও ঠিক নয়। কেননা ফিকহের বিভিন্ন কিতাবে এই পদ্ধতিকে ভুল বলা হয়েছে। (ফাতহুল কাদির : ১/১৭; আসসিআয়াহ : ১/১৩৩; মাআরিফুস সুনান : ১/১৭৫; ফয়যুল বারি : ১/২৯৪; আলমুহিতুল বুরহানি : ১/১৭৬; আলবাহরুর রায়েক : ১/২৬)
|