পদ্মায় পশুর রক্ত ঢেলে শুরু হয় নির্মাণ কাজ
নিজস্ব প্রতিবেদক
|
![]() দিনটি ছিল ১ মার্চ ২০১৫, রোববার। সেদিন সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় মূল সেতুর পরীক্ষামূলক ভিত্তি স্থাপনের সময় নদীতে গরু ও খাসির রক্ত ঢালতে দেখা যায় চাইনিজ ওই প্রতিষ্ঠানের কর্মীদের। ভাসিয়ে দেওয়া হয় কয়েকটি মুরগিও। কর্মরত এসব চীনা নাগরিকরা তাদের প্রথাগত বিশ্বাস ও রীতি অনুযায়ী দুটি কালো ষাঁড়, দুটি খাসি এবং দুটি মোরগ পদ্মার তীরে জবাই করে। পরে পশুর রক্ত ঢেলে দেওয়া হয় পানিতে। এছাড়া ষাঁড়ের সামনের দুটি পা এবং জবাই করা দুটি মুরগিও তারা ভাসিয়ে দেন। অবশ্য অবশিষ্ট মাংস প্রকল্পে কর্মরত চীনাদের মাঝে বিতরণ করা হয়। পশু উৎসর্গের পর ভিত্তি স্থাপন (অ্যাংকর পাইল) কাজের চারদিকে একের পর এক আতশবাজি ফুটানো হয় সেদিন। এতে অংশ নেন প্রকল্প সংশ্লিষ্টরা। প্রকল্পের কাজে সংশ্লিষ্ট এক বাংলাদেশি প্রকৌশলী সেদিন বলেছিলেন, এটা চীনাদের প্রচলিত রীতি ও বিশ্বাস। তারা বিশ্বাস করেন, বড় কোনো কাজের শুরুতে এই পশু উৎসর্গ করলে স্রষ্টার সন্তুষ্টি লাভ করা যায়। আর এটি কাজে দুর্ঘটনা রোধ করে সফলতা নিয়ে আসবে। চীনা কোম্পানিটি তাদের প্রকৌশলী ও কর্মীদের আগ্রহে এ রীতি পালনে অর্থায়ন করেছে বলে জানান তিনি। পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছিলেন, এটা চীনাদের নিজস্ব রীতি। |