কর্মব্যস্ত নারীদের ত্বকের যত্ন
জীবন যখন যেমন ডেস্ক
|
![]() বেশি করে পানি পান করুন কর্মজীবী নারীদের ক্ষেত্রে লক্ষ করা যায় তারা অফিসের সময়টাতে খুব কম পানি পান করেন। তবে অফিসের সময়টাতে প্রচুর পানি পান করা উচিত। আমাদের শরীরের ৭০ শতাংশ পানি। তাই পানির অভাব হলে সেটা ত্বকের ওপর প্রভাব ফেলে। পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে। কম পানি পানের কারণে ব্রণের সমস্যা কিংবা ত্বক শুষ্কতার সমস্যা দেখা দেয়। সানস্ক্রিন দিনেরবেলা বাড়ি থেকে বেরোনোর আগে সব সময় সানস্ক্রিন লোশন মেখে বেরোনো জরুরি। অনেকেই শুধু গরমের দিনে সানস্ক্রিন ব্যবহার করেন। এমনটা না করে সারা বছরই এর ব্যবহার করতে হবে। এতে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পাবে ত্বক। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার ব্রণ, ফুসকুড়ি সমস্যায় কম বেশি সবাই ভোগেন। শরীরে ভিটামিন ‘সি’র ঘাটতি হলে ত্বকে ঘা, অ্যাকজিমার মতো সমস্যা দেখা যায়। তাই রোজের খাদ্য তালিকায় ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাবার রাখতেই হবে। নারিকেল তেল নারিকেল তেল ত্বককে শুধু আর্দ্রই করে না, স্বাস্থ্যকরও করে। ত্বক ও ঠোঁটের জন্য নারিকেল তেল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। রাতে ঘুমানোর আগে আপনি ব্যবহার করতে পারেন, জাদুর মতো কাজ করবে। ফেস প্যাক সপ্তাহে অন্তত তিন দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেস প্যাক লাগিয়ে মুখ ধুয়ে ফেলুন। এক্ষেত্রে খুব সহজে ব্যবহার করা যায় মুলতানি মাটি, চন্দন কিংবা অ্যালোভেরা। প্রতিদিন ঘুমানোর আগে অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে ঘুমাতে পারেন। এতে ত্বক ময়েশ্চারাইজ হবে। কনসিলার ব্যবহার করুন ডার্ক সার্কেল লুকাতে কনসিলার ব্যবহার করুন। অফিসের জুম মিটিং, মধ্যরাতে হুট করে বাচ্চার কান্না, পর্যাপ্ত ঘুমের অভাব ইত্যাদি কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। তাই চোখের নিচে ডার্ক সার্কেল ও লালচে ভাব এড়াতে আপনি কনসিলার ব্যবহার করতে পারেন। লেবু ব্যবহার করুন লেবুর রস ত্বককে উজ্জ্বল করে, ব্রণ দূর করে, কালো দাগ দূর করতে সাহায্য করে। সময় বের করে আপনি লেবু ত্বকে ঘষতে পারেন অথবা লেবুর রস লাগাতে পারেন। লেবু ছাড়াও আপনি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, বিশেষ করে গরমের সময়। পরিচ্ছন্নতা নানা ঝক্কি ঝামেলা পার করে রিকশা কিংবা বাসে চড়ে অফিসে যাওয়ার পর অনেকেই হাত ধুতে ভুলে যান। হাত না ধুয়েই কাজে ব্যস্ত হয়ে গেলে বেখেয়ালে হাতের জীবাণুগুলো ত্বকে লেগে যাবে। এতে ত্বকে নানা সমস্যা হতে পারে। তাই অফিসে পৌঁছার সঙ্গে সঙ্গেই এবং অফিস থেকে ফিরে সাবান দিয়ে হাত এবং মুখ ধুয়ে ফেলুন। /আরএ
|