করোনায় ৩৫ জন আক্রান্ত, বেড়েছে শনাক্তের হার
নিজস্ব প্রতিবেদক
|
![]() দেশে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮ জন। যা আগের দিন বুধবার আক্রান্ত হয়েছিন ২২ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৪৪ শতাংশ। বৃহস্পতিবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১৬ জন। আর দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৫৪ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৩০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৭২টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৫ হাজার ৮৬৪টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। /আরএ |