শরীফের পুনর্বহালের আবেদন নাকচ করেছে দুদক
নিজস্ব প্রতিবেদক
|
![]() মঙ্গলবার (১৭ মে) দুদক মহাপরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে শরীফের আবেদন নাকচের সিদ্ধান্ত জানানো হয়। এত বলা হয়, উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরিচ্যুতির পর তা ফিরে পেতে আবেদন করেন। পর্যালোচনা করে বিষয়টি দুদকের কাছে বিবেচিত হয়নি। দুদকের ওই নোটিশটি অবহিতকরণ জন্য ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়সহ একাধিক দপ্তরে পাঠানো হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি দুদক চাকরিবিধি ৫৪ (২) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয় শরীফকে। দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ স্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে ২৭ ফেব্রুয়ারি রিভিউয়ের আবেদন করেন এই কর্মকর্তা। এদিকে চাকরি ফিরে পেতে হাইকোর্টেও আবেদন করেন শরীফ। বৃহস্পতিবার (১৯ মে) এ বিষয়টি শুনানির কথা রয়েছে। পাশাপাশি চাকরি হারানো এই কর্মকর্তা প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেন।
|