করোনায় টানা ২৬ দিন মৃত্যুহীন, আক্রান্ত বাড়লো
নিজস্ব প্রতিবেদক
|
![]() সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। আর দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯হাজার ৬৩৯ জন। এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৯০ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ২৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। অধিদফতরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ৪হাজার ৭৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৯০টি নমুনা। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৫৩ হাজার ৫৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৮১ হাজার ২৩৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ৭২ হাজার ৩১০টি। এছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মধ্যে ২৬ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। /এমএইচ/
|