কান উৎসবে সময়ের আলো
নিজস্ব প্রতিবেদক
|
![]() স্বর্ণ পামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি ছবি। অন্যদিকে আঁ সাঁর্তে রিগা শাখায় লড়বে মোট ১৫টি ছবি। এবার কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হবে হলিউড সুপারস্টার টম ক্রুজকে। আগামী ১৮ মে কান উৎসবে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ে পালে দে ফেস্টিভ্যাল ভবনে দেখানো হবে টম ক্রুজ অভিনীত সিনেমা ‘টপ গান : ম্যাভেরিক’। সিনেমাটির প্রদর্শনীতে অংশ নেবেন হলিউডের এই সুপারস্টার। সেখানেই ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে বিশেষ সম্মান জানাবে আয়োজকরা। বঙ্গবন্ধুর জীবনীনির্ভর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ট্রেলার কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরেই প্রিমিয়ার প্রদর্শিত হবে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিটির ৯০ সেকেন্ডের ট্রেলার প্রদর্শিত হবে উৎসবের তৃতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়নে। ৭৫তম আসরে রেড কার্পেটে হাঁটবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক ও লেখক বিধান রিবেরু। এ ছাড়া মার্শে দ্যু ফিল্মের ‘ফ্যান্টাস্টিক সেভেন’ ইভেন্টের জন্য নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা। |