খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ সমীচীন নয়: ইউজিসি
নিজস্ব প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার নিয়োগ কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে দেওয়া এক পত্রে এই অভিমত ব্যক্ত করেছে দেশের উচ্চশিক্ষা তদারকি এই প্রতিষ্ঠান। পত্রে উল্লেখ করা হয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য বর্তমানে ইউজিসি’র একটি তদন্ত কমিটি কাজ করছে। কমিটি শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আগামী ১৭ থেকে ১৮ জানুয়ারি এবং ২০ থেকে ২৩ জানুয়ারি বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। গত বছর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নিয়োগ কার্যক্রম স্থগিত করে শিক্ষা মন্ত্রাণালয়। নিয়োগ কার্যক্রম পর্যালোচনা ও তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ইউজিসি বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের গত বছরের ৪ নভেম্বর ও ৯ ডিসেম্বর জারিকৃত পত্রের নির্দেশনা প্রতিপালন এবং কমিশনের তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পূর্বে কোন ধরনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা ঠিক হবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গৃহীত পদক্ষেপ ইউজিসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এফএইচ |