ফ্যাশনে ডেনিম ব্লাউজ
জীবন যখন যেমন ডেস্ক
|
![]() ডেনিমকে এই দেশীয় ট্রেডিশনে রূপ দিয়েছেন চৌধুরীসের কর্ণধর ও ডিজাইনার রুবাইয়াত চৌধুরী। তিনি বলেন, এ পর্যন্ত আমি ১৫টি ব্লাউজ ডিজাইন করেছি। যা ইতোমধ্যে ফ্যাশনপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনলাইনে ক্রেতারা আমার ডিজাইনগুলো দেখে বারবার অর্ডার করছেন। যদিও চৌধুরীসের মতো আরও দুয়েকটি ফ্যাশন উদ্যোগী কাজ করছেন ডেনিম ব্লাউজ নিয়ে। তবে ফ্যাশন আর ঐতিহ্যের ছোঁয়া আর রঙের ভিন্নতায় চৌধুরীসের ডিজাইনের চাহিদাটাই এখন বেশি। ব্লাউজগুলোর স্টিচেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। সঙ্গে রঙিন পাইপিং আর কাঠের বোতামের ব্যবহার ব্লাউজে যোগ করেছে ভিন্নমাত্রা। হোক অফিস, আড্ডা, ফরমাল পার্টি কিংবা কোনো অনুষ্ঠান যেকোনো শাড়ির সঙ্গে অনায়াসেই মানিয়ে যায় ডেনিমের এই স্টাইলিশ ব্লাউজ। /জেডও/
|