ব্যাটিং বিপর্যয়ে নজির, ফলো অনে বাংলাদেশ
সময়ের আলো অনলাইন
|
![]() নিজেদের প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০০ রান করেছিলো পাকিস্তান। বুধবার (৮ ডিসেম্বর) ফলো অন এড়াতে ২৫ রানের প্রয়োজন ছিলো টাইগারদের। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশ দল। চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৭৬ রান করেছিলো বাংলাদেশ। ফলো অন এড়াতে ২৫ রানের প্রয়োজনের সময় বাকি ৩ উইকেটে ১১ রানের বেশি যোগ করতে পারেনি বাংলাদেশ। ফলে আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিন ৮৭ রানে অলআউট হয়ে ফলো অনে পড়ে বাংলাদেশ। দেশের মাটিতে যৌথভাবে এটি বাংলাদেশের দলীয় সর্বনিম্ন রান। ২৩ রান নিয়ে দিন শুরু করে ৩৩ রানে আউট হন সাকিব আল হাসান। অন্য দুই ব্যাটার তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ খালি হাতে ফিরেন। পাকিস্তানের অফ-স্পিনার সাজিদ খান ৪২ রানে ৮ উইকেট নেন। এর আগে, গতকাল মঙ্গলবার ৩০০ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস ধরিয়েছে সফরকারীরা। তাই আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জিততে মরিয়া পাকিস্তান। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৭৬ রান। স্বাগতিক দলের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন সাজিদ খান। মঙ্গলবারের খেলা শেষে এই পাকিস্তানি স্পিনার বলেন, ‘কাল (আজ) তিনজনকে আউট করব। তারপর তাদের আবার ব্যাটিংয়ে পাঠাব এবং আবার অলআউট করব। আমরা জেতার জন্যই নামব। বাবর ভাই আমাদের বলেছেন সবাই জেতার জন্য এবং আক্রমণাত্মক মনোভাবে খেলার জন্য মাঠে নামব। আমরা সবাই সেটাই করেছি।’ সাজিদ যোগ করেন, ‘উইকেট যেমন আছে আর যেভাবে টার্ন পাচ্ছি নতুন বল থেকে চেষ্টা থাকবে এভাবে (ভালো) বল করার। সাকলাইন ভাইও বলেছেন জায়গা না ছাড়তে, এমনকি ফিল্ডিং দিয়ে আউট করতে। টার্ন না মিললেও ফিল্ডিং দিয়ে আউট করা যাবে। নোমান ভাই অনেক অভিজ্ঞতাসম্পন্ন একজন বোলার। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। উনি আমাকে বারবার একটা কথাই বলেছেন, চার হোক বা ছয় হোক, এক জায়গাতেই বোলিং করে যেতে হবে। একটা নির্দিষ্ট জায়গায় বল করতে থাকলে আপনি সফল হবেনই।’ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১১টা ৫০ মিনিট) আবারও ব্যাটিংয়ে নেমে ইতোমধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলেছে বাংলাদেশ। একুশ ওভারের খেলা চলছে। রান করেছে ৫৩। /জেডও/
|