ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আফগান নারীদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ মালালার
প্রকাশ: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ১:৫১ এএম  (ভিজিট : ২২৮)
আফগানিস্তানের নারী ও মেয়েদের রক্ষায় আরও জোরালো পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। একই সঙ্গে আফগান নারীদের শিক্ষা ও কাজের অধিকার নিশ্চিতে সক্রিয় হতেও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান মালালা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ব্লিংকেন ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মালালার এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। 

বৈঠকের আগে সাংবাদিকদের সামনে মালালাকে সত্যিকারের অনুপ্রেরণা বলে মন্তব্য করেন ব্লিংকেন। তার ভাষায়, ‘মালালা আমাদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। সারা বিশ্বের নারী ও মেয়েদের জন্য তিনি অনুপ্রেরণা।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close