ভুয়া এমবিবিএস চিকিৎসকের কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
|
![]() মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম প্রিন্স গ্রেফতারকৃতকে এ দণ্ড দেন। একই আদালত ওই ভুয়া চিকিৎসককে চেম্বার করার সুযোগ করে দেওয়ার অপরাধে উপজেলার টরকি বন্দর সদর রোডের আনোয়ারা মেডিকেল হলের মালিক মো. শহিদুল হোসেনকে গ্রেফতার করে নগদ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে তা আদায়ের পর তাকে ছেড়ে দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার জানান, ভুয়া এমবিবিএস চিকিৎসক রফিকের বাড়ি শেরপুর সদর থানার নলবাইক গ্রামে। সে ওই গ্রামের আলহাজ আব্দুল ওয়াহেদের ছেলে। এ সময় সে নিজেকে ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন প্যারামেডিক চিকিৎসক বলে দাবি করলেও তার স্বপক্ষেও সে প্রমাণ বা সনদ দেখাতে পারেনি। /আরএ |