ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ডা. মুরাদের পদত্যাগে রংপুরে মিষ্টি বিতরণ, কুশপুত্তলিকা দাহ
প্রকাশ: মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ৮:০৮ পিএম আপডেট: ০৭.১২.২০২১ ৮:৪১ পিএম  (ভিজিট : ৪০৬)
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্ৰহনের পর রংপুরে স্বস্তি প্রকাশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও দিনব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ এবং কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী রংপুরে এসব কর্মসূচি পালিত হয়।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের প্রদত্যাগপত্র গ্ৰহণের খবর প্রচারের পরে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। 

জাতীয় পার্টির নেতাদের দাবি, দেরিতে হলেও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মানুষের মতো জাতীয় পার্টির নেতাকর্মীরাও তার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। তবে শুধু পদত্যাগ নয়, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও সরকারের প্রতি আহ্বান দলের নেতাদের।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পৃথকভাবে ডা. মুরাদ হাসানের অশ্রাব্য কথপধনের জন্য নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

এছাড়াও রংপুর মহানগর যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে ডা. মুরাদের কুশপুত্তলিকা দাহ করেন।

/আরএ


আরও সংবাদ   বিষয়:  ডা. মুরাদ হাসান   রংপুর  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close