মাস সেরার দৌড়ে নাহিদা
ক্রীড়া প্রতিবেদক
|
![]() নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা। তিন ম্যাচের সিরিজে ৪.৮১ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। জিম্বাবুয়েতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা পাচঁ উইকেট নেওয়ার পাশাপাশি হয়েছেন সিরিজের সেরা বোলার। সে ম্যাচে বাংলাদেশ ৭২ রানের বড় জয় পায়। এছাড়াও আইসিসি মহিলা বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানে বিপক্ষে ঐতিহাসিক জয়ে ভূমিকা ছিল তার। ২৫ রানে খরচায় নিয়েছেন দুই উইকেট। মাস সেরার তালিকায় ছেলেদের বিভাগে মনোনয়ন পাওয়া ক্রিকেটাররা হলেন পাকিস্তানের ব্যাটার আবিদ আলী, নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি ও অস্টোলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার। আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা (ছেলে ও মেয়ে) দুই ক্রিকেটার। ভোটিং প্যানেলে থাকেন ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকদের ভোট দেওয়ার সুযোগ রয়েছে। /এমএইচ/
|