বেইজিং অলিম্পিক বয়কট করবেন মার্কিন কূটনীতিকরা
সময়ের আলো অনলাইন
|
![]() গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন তিনি বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটের কথা ভাবছেন। চীনও জানায়, যুক্তরাষ্ট্র বয়কট করলে দৃঢ় পাল্টা পদক্ষেপ নেবে তারা। সোমবার (৬ ডিসেম্বর) হোয়াইট হাইজের প্রেস সেক্রেটারি জেন সাকি বয়কটের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, অলিম্পিকে ধুমধামে কোনও অবদান রাখবে না বাইডেন প্রশাসন। তিনি জানান, এই গেমসের জন্য মাসের পর মাস ধরে প্রস্তুতি নেওয়া অ্যাথলেটরা এই পদক্ষেপে ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করে মার্কিন সরকার। কিন্তু সরকারি প্রতিনিধি না পাঠানো হলে বেইজিংকে পরিষ্কার বার্তা দেওয়া যাবে বলেও জানান তিনি। মার্কিন ঘোষণার প্রতিক্রিয়ায় চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, এই বয়কট অলিম্পিক চুক্তির চেতনার মারাত্মক বিকৃতি। দূতাবাসের মুখপাত্র লিউ পেনগিউ বলেন, এই মানুষগুলো আসলো কি আসলো না তা নিয়ে কারো মাথাব্যাথা নেই আর বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিক সফলভাবে অনুষ্ঠিত হতে পারা নিয়ে এর কোনও প্রভাব নেই। লিউ পেনগিউ বলেন মার্কিন রাজনীতিবিদদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। ‘ফলে এই কূটনৈতিক বয়কটের কোনও অর্থই হয় না।’’ /এমএইচ/
|