৮ হিজড়া আটক, রিমান্ড না মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
|
![]() সোমবার (৬ ডিসেম্বর) রিমাণ্ডের আবেদন করা হলে তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মোহাম্মদ আকতারুজ্জামান ইলিয়াস সময়ের আলোকে বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় মারধরের শিকার পক্ষের একজন মামলা করলে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসের সামনে শান্তা-আপন গ্রুপ ও কচি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়ানো দুই গ্রুপই এলাকা ত্যাগ করে। পরে এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। গত ২৫ অক্টোবর আব্বাস উদ্দিন আশিক নামে আপন গ্রুপের এক সদস্য কচি গ্রুপের দুই থেকে তিনশো হিজড়াকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। এর মধ্যেই কচি গ্রুপ এবং শান্তা গ্রুপের মধ্যে নতুন করে আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। |