নামাজ পড়া অবস্থায় টুপি খুলে গেলে কী করবেন
ইসলামের আলো ডেস্ক
|
![]() এক্ষেত্রে নিয়ম হলো, টুপি মাথায় উঠাতে এক হাত ব্যবহার করা। তা হলে নামাজে কোনো সমস্যা হবে না। কিন্তু টুপি উঠাতে দুহাত ব্যবহার করলে আমলে কাসির হয়ে যাবে। তাতে নামাজ ভেঙে যাবে। হজরত যুহাইর (রহ.) বলেন, আমি প্রখ্যাত তাবেই আবু ইসহাক আসসাবিয়িকে দেখেছি, তিনি আমাদের নিয়ে নামাজ পড়ছেন। তিনি মাটি থেকে টুপি উঠিয়ে মাথায় পরছেন। (তাবাকাতে ইবনে সাদ : ৬/৩১৪; রদ্দুল মুহতার : ১/৫৮৪, আহসানুল ফতোয়া : ৩/৪২০; ফতোয়ায়ে কাজিখান : ১/১৩৫)
|