শিশুর প্রস্রাব কাপড়ে লাগলে নামাজ নষ্ট হবে?
ইসলামের আলো ডেস্ক
|
![]() কিন্তু তার শরীর ও কাপড়ে প্রায়ই প্রস্রাব ইত্যাদি নাপাকি লেগে থাকে। এখন আমার জানার বিষয় হচ্ছে, ওই ক্ষেত্রে আমার নামাজ নষ্ট হবে কি না? জানালে উপকৃত হব। জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে বাচ্চার শরীর বা কাপড়ের নাপাকি যদি আপনার শরীর বা কাপড়ে না লেগে থাকে তা হলে আপনার নামাজ নষ্ট হয়নি। কেননা যে বাচ্চা কোল ধরে রাখতে পারে তার শরীরে নাপাকি থাকলেও এ কারণে নামাজি ব্যক্তির নামাজ নষ্ট হয় না। কিন্তু বাচ্চা থেকে যদি নামাজি ব্যক্তির শরীরে বা কাপড়ে নাপাকি লেগে যায় এবং এর পরিমাণ এক দিরহামের (অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের) বেশি হয় তা হলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। (খুলাসাতুল ফাতাওয়া : ১/৭৮; ফাতাওয়া তাতারখানিয়া : ২/৩৫২; শরহুল মুনইয়া, পৃ. ১৯৬; জামিউ আহকামিস সিগার : ১/৩২; আলবাহরুর রায়েক : ১/২৬৭)
|