প্রাইভেটকারের চাকাভর্তি ইয়াবা!
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
|
![]() গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কালাবিবির দীঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আব্দুল মজিদ ও মো. সাইফুল টেকনাফ বেলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ উপজেলার কালাবিবির দীঘির মোড়ে অবস্থান নন। দুপুর ১২টার দিকে সঙ্কেত দিয়ে ঢাকা মেট্রো-গ-২৮-৬৩৬৫ নম্বরের একটি প্রাইভেটকারকে থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে অতিরিক্ত চাকার ভেতরে পলিথিন মোড়ানো বিশেষভাবে লুকিয়ে রাখা ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাইভেটকারে আরও তিন নারীকে পাওয়া যায়। আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল মজিদ ও সাইফুল তিন নারীকে টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশে ভাড়ায় যাত্রী হিসেবে নেয়। তবে ওই তিন নারী ইয়াবা পাচারের সঙ্গে জড়িত কি না তা যাচাই করা হচ্ছে। পরে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। |