খামার থেকে ১৫ গরু ডাকাতি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
|
![]() খামারের মালিক আশরাফুল বলেন, শুক্রবার রাতে ৫ জন ডাকাত খামারের বাঁশের বেড়া কেটে খামারে ঢুকে পড়ে। এ সময় খামারে মাদক থাকার কথা বলে তল্লাশি করার কথা বলে আমাদের আটক করে। এরপর আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পাশে ধানের ক্ষেতে হাত-পা বেঁধে আমাদের ফেলে রেখে গরুগুলো নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এর পরে হাত-পায়ের বাঁধন খুলে খামারের মালিক চিৎকার করে ডাকাডাকি করলে তার ভাই মিজানুর রহমান বাড়ি থেকে বের হয়ে পুলিশকে খবর দেয়। শনিবার সকাল ৭টায় পুলিশ উপ-পরিদর্শক বদিউজ্জামান ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস। এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। খামারের মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। |