মেক্সিকোতে বস্তাবন্দি দুই শতাধিক অভিবাসী উদ্ধার
সময়ের আলো ডেস্ক
|
![]() এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়। ট্রাকের দরজা খুলে গদি ও ঘরে তৈরি ফ্যানের মধ্য থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। সে সময় ট্রাকের চালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে ছয়শ অভিবাসীকে খুঁজে পায়। /এমএইচ/
|