বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
|
![]() শনিবার দুপুরে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এ ঘটনায় প্রেমিক মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সে ছাতকের গৌরিপুর গ্রামের মৃত আজগার আলীর ছেলে। মহিউদ্দিন খারগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে ২০১৮ সালে হেফজ পাশ করে। গক দুই বছর থেকে সে বেকার ছিল। বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, মামলাটি ক্লুলেস হওয়ায় হত্যায় জড়িতদের খুঁজে পা”িছল না তদন্ত সংশ্লিষ্টরা। এক পর্যায় জানা যায়, খুশির সঙ্গে গৌরিপুর গ্রামের মহিউদ্দিন নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে আরও জানা যায়, বেশ কিছুদিন ধরে খুশি বেগম প্রেমিক মহিউদ্দনকে বিয়ে করার জন্য চাপ দিয়ে আসছিল। এতে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। তখন খুশি তাদের সম্পর্কের বিষয়টি পরিবার ও সমাজের কাছে প্রকাশ করার কথা জানায়। এমন কথা শুনে প্রেমিক মহিউদ্দিন তার প্রেমিকা খুশিকে হত্যার পরিকল্পনা করে। গত ১৭ নভেম্বর রাতে খুশিকে কৌশলে বাড়ী থেকে ডেকে নেয়। এরপর ধান ক্ষেতে নিয়ে গলায় ওড়না পেচিয়ে হত্যা করে। পরে দ্রুত ঘটনা¯’ল ত্যাগ করে। তিনি আরও জানান, খুশির পরিবার তাকে খুঁজে পাচ্ছিল না। বাসা থেকে বের হয়ে নিখোঁজের তিনদিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় খুশির পরিবার ১৯ নভেম্বর ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করে। ডিজির দুইদিন পর তার লাশের সন্ধ্যান মিলেছে বলে বাড়িতে খবর আসে। এরপর বাড়ীর লোকজন ঘটনা¯’লে গিয়ে লাশটি দেখে খুশি বলে শনাক্ত করে। পরে ২৪ নভেম্বর খুশির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত প্রেমিক মহিউদ্দিন খুশিকে হত্যার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। /এমএইচ/
|